শোভন চ‍্যাটার্জীর বিরুদ্ধে একযোগে আদালতের দ্বারস্থ রত্না দেবশ্রী কুণাল

11th February 2021 1:40 pm কলকাতা
শোভন চ‍্যাটার্জীর বিরুদ্ধে একযোগে আদালতের দ্বারস্থ রত্না দেবশ্রী কুণাল


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একযোগে আদালতের দ্বারস্থ দেবশ্রী রায় ও কুণাল ঘোষ ।‘Noted Criminal’ ‘Dalal’ ‘pocketmar’  এই মন্তব্যগুলি ছাড়া কুণাল ঘোষের বিরুদ্ধে একাধিক মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এহেন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার আলিপুর আদালতের মুখ্য বিচার বিভাগীয় আদালতে শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মানহানির মামলা করলেন তিনি। উল্লেখ্য এই মামলার সাক্ষী হিসেবে নাম রেখেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। 
অন্যদিকে রায়দিঘি ও মহেশতলার সভা থেকে দেবশ্রী রায়কে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন শোভন ও বৈশাখী। তাই এদিন দুজনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করলেন দেবশ্রী রায়। এই মামলায় সাক্ষী হিসেবে নাম রয়েছে রত্না চট্টোপাধ্যায়ের। তিনিও এদিন আদালতে আসেন।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।